SCMS SCMS

জুন'২০২১ এর শিক্ষার্থী বেতন আদায় স্থগিত।

জুন'২০২১ এর শিক্ষার্থী বেতন আদায় স্থগিত। পরবর্তীতে বেতন আদায়ের তারিখ জানানো হবে।

শিক্ষার্থী বেতন আদায় সংক্রান্ত জরুরী নোটিশ।

অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নোক্ত তারিখ ও সময়ে জুন’২০২১ পর্যন্ত বকেয়াসহ বেতন আদায় করা হবে। জুন’২০২১ এ শিক্ষার্থীদের বেতন,কম্পিউটার ও নিরাপত্তা ফান্ড ছাড়াও সাংস্কৃতিক ফান্ডে ৭৫/- (পঁচাত্তর টাকা) হারে আদায় করা হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে, মাস্ক পরিধান করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অভিভাবক/প্রতিনিধিকে নিজ নিজ শ্রেণিশিক্ষকের নিকট বেতন জমা দিতে হবে।

4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12