SCMS

‘আমার মুজিব’ শিরোনামে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে লেখা ও ছবি আহবান।

জাতীয় শোক দিবস ২০২০ ও মুজিববর্ষ উপলক্ষ্যে ‘আমার মুজিব’ শিরোনামে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে লেখা ও ছবি আহবান করা হচ্ছে। মুজিব শতবর্ষে শত (১০০) শব্দের লেখা ও ছবি আঁকার মাধ্যমে শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালবাসা জানাবে। শিক্ষার্থীরা

@ লেখার ক্ষেত্রে নিচে এবং ছবির ক্ষেত্রে ছবির পিছনে বিভাগের নাম, নিজের নাম (বাংলায়), শ্রেণি, শাখা, শিফট, রোল নম্বর এবং যোগাযোগের জন্য অভিভাবকের মোবাইল ও ই-মেইল নম্বর (যদি থাকে) উল্লেখসহ পাসপোর্ট সাইজের একটি ছবি সংযুক্ত করবে।

@ লেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা A4 সাইজের সাদা কাগজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে ‘আমার মুজিব’ শিরোনামে অনধিক ১০০ শব্দের একটি লেখা নিজ হাতে অথবা কম্পিউটারে (Nikosh Font এ ১৩ সাইজে) লিখবে।

@ ছবি আঁকার ক্ষেত্রে A4 সাইজের সাদা কাগজে/আর্ট পেপারে ‘আমার মুজিব’ বিষয়ে একটি ছবি আঁকবে (যে কোন মাধ্যমে)।

@ লেখা বা ছবি আগামী ০৮/০৮/২০২০ তারিখ দুপুর ১২টার মধ্যে বিদ্যালয়ে অফিস কক্ষে জমা দিতে হবে।

  1. amar_mujib1_1.jpg<span>amar_mujib1_1.jpg</span>
  2. amar_mujib1_2.jpg<span>amar_mujib1_2.jpg</span>
  3. amar_mujib1.pdf<span>amar_mujib1.pdf</span>