SCMS

‘আমার মুজিব’ শিরোনামে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে লেখা ও ছবি আহবান।

জাতীয় শোক দিবস ২০২০ ও মুজিববর্ষ উপলক্ষ্যে ‘আমার মুজিব’ শিরোনামে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে লেখা ও ছবি আহবান করা হচ্ছে। মুজিব শতবর্ষে শত (১০০) শব্দের লেখা ও ছবি আঁকার মাধ্যমে শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালবাসা জানাবে। শিক্ষার্থীরা

@ লেখার ক্ষেত্রে নিচে এবং ছবির ক্ষেত্রে ছবির পিছনে বিভাগের নাম, নিজের নাম (বাংলায়), শ্রেণি, শাখা, শিফট, রোল নম্বর এবং যোগাযোগের জন্য অভিভাবকের মোবাইল ও ই-মেইল নম্বর (যদি থাকে) উল্লেখসহ পাসপোর্ট সাইজের একটি ছবি সংযুক্ত করবে।

@ লেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা A4 সাইজের সাদা কাগজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে ‘আমার মুজিব’ শিরোনামে অনধিক ১০০ শব্দের একটি লেখা নিজ হাতে অথবা কম্পিউটারে (Nikosh Font এ ১৩ সাইজে) লিখবে।

@ ছবি আঁকার ক্ষেত্রে A4 সাইজের সাদা কাগজে/আর্ট পেপারে ‘আমার মুজিব’ বিষয়ে একটি ছবি আঁকবে (যে কোন মাধ্যমে)।

@ লেখা বা ছবি আগামী ০৮/০৮/২০২০ তারিখ দুপুর ১২টার মধ্যে বিদ্যালয়ে অফিস কক্ষে জমা দিতে হবে।

'শিক্ষক বাতায়ন' ও 'কিশোর বাতায়ন' এ প্রচারিত ক্লাসের লিংক।

'শিক্ষক বাতায়ন' ও 'কিশোর বাতায়ন' এ প্রচারিত ক্লাসের লিংক।

রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের “আমার ঘরে আমার স্কুল” কার্যক্রমের ক্লাসসমূহ দেখার জন্য নিম্নের লিংকটি ভিজিট করতে হবে।

https://www.teachers.gov.bd/my-school/show

কিশোর বাতায়নের ক্লাসসমূহ দেখার জন্য নিম্নের লিংকটি ভিজিট করতে হবে।

http://konnect.edu.bd/my-school

শিক্ষার্থীদের বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলের পাশাপাশি জেলা শিক্ষা অফিস, রংপুর অনলাইন স্কুলের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকার জন্য বলা হলো।

শিক্ষার্থীদের বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলের পাশাপাশি জেলা শিক্ষা অফিস, রংপুর অনলাইন স্কুলের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকার জন্য বলা হলো।

বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলের Link:- https://www.youtube.com/channel/UCr_eE5IZ5f5pWLZwODhzkUA?view_as=subscriber

Short Link:- shorturl.at/asBTZ

রংপুর অনলাইন স্কুলের ফেসবুক পেজের Link:- https://www.facebook.com/watch/DEO-Rangpur-Online-School-114736640314171/

Short Link:-  shorturl.at/dnsE0

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9